ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

প্রথমবারের মতো নৌবাহিনীতে ৪৪ নারী নাবিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যোগ দিলেন ৪৪ জন নারী নাবিক। এর মধ্য দিয়ে পুরুষ নাবিকদের পাশাপাশি নৌবাহিনীতে নারী নাবিকদের গর্বিত পথচলা শুরু হলো। সোমবার খুলনায় নৌবাহিনী ঘাঁটি তিতুমীরে ২০১৬-এ (আলফা) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৪৪ নারীসহ মোট ৭৭১ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দিলেন।

 

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

নবীন নাবিকদের মধ্যে মো. আরিফুল ইসলাম ডিই/পিএম-২/ইউটি পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌ প্রধান পদক’ লাভ করেন। এ ছাড়া মো. শাহারিয়ার আহমেদ ডিই/ইউসি/ইউটি দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং রিপা আকতার ডিই/এমএ-২/ইউটি তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন। নৌবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আগের তুলনায় বহুগুণ বেড়েছে।#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমবারের মতো নৌবাহিনীতে ৪৪ নারী নাবিক

আপডেট সময় : ০৯:৩৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬

বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো যোগ দিলেন ৪৪ জন নারী নাবিক। এর মধ্য দিয়ে পুরুষ নাবিকদের পাশাপাশি নৌবাহিনীতে নারী নাবিকদের গর্বিত পথচলা শুরু হলো। সোমবার খুলনায় নৌবাহিনী ঘাঁটি তিতুমীরে ২০১৬-এ (আলফা) ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ৪৪ নারীসহ মোট ৭৭১ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দিলেন।

 

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

 

নবীন নাবিকদের মধ্যে মো. আরিফুল ইসলাম ডিই/পিএম-২/ইউটি পেশাগত ও সব বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌ প্রধান পদক’ লাভ করেন। এ ছাড়া মো. শাহারিয়ার আহমেদ ডিই/ইউসি/ইউটি দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং রিপা আকতার ডিই/এমএ-২/ইউটি তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন। নৌবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আগের তুলনায় বহুগুণ বেড়েছে।#