পঞ্চম শ্রেণীতে আগামী বছর থেকে সমাপনী পরীক্ষা হবে না

Examআগামী বছর থেকে পঞ্চম শ্রেণীতে আর কোনো সমাপনী (পিইসি) পরীক্ষা হবে না। একবারে অষ্টম শ্রেণীতে এ পরীক্ষা নেয়া হবে। অষ্টম শ্রেণীর এ পরীক্ষা হবে ‘টার্মিনাল পরীক্ষা’। এর দুটি সম্ভাব্য নাম প্রস্তাব করা হয়েছে‘পিইসি’ ও ‘পিএসসি’। যে কোনো একটি গ্রহণ করা হবে। প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণীতে উন্নীত করায় সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বাস্তবায়ন সংক্রান্ত ওই সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ।

 

সভা শেষে তিনি জানান, বর্তমানে পঞ্চম শ্রেণীতে ‘পিইসি’ (প্রাথমিক শিক্ষা সমাপনী) এবং অষ্টম  শ্রেণীতে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) নামে দুটি পৃথক পরীক্ষা নেয়া হয়। আমরা দুটির পরিবর্তে একটি পরীক্ষা চালুর সুপারিশের সিদ্ধান্ত নিয়েছি। সে অনুযায়ী এখন অষ্টম  শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) বা প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা হবে। দুটি নামের মধ্যে যে কোনো একটি সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত করা হবে। ১৮ মে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণীতে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এরপর এটি ছিল প্রথম বৈঠক।

 

এতে শিক্ষা মন্ত্রণালয়, পাঠ্যপুস্তক বোর্ড, প্রাথমিক শিক্ষা অধিদফতর, ব্যানবেইস (বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো) এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা যোগ দেন। বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, প্রায় সব সদস্য অষ্টম  শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরকে টার্মিনাল ধরে একটি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীকে একটি সনদ দেয়ার পক্ষে মত দেন। সেই হিসেবে আগামী বছর একটি পরীক্ষা হলে এর নাম ‘পিএসসি’ দেয়ার সুপারিশ করেন তারা। বৈঠকে চারটি বিষয় মোটা দাগে আলোচনা হয়। এগুলো হচ্ছে- অষ্টম  শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তর উন্নীতকরণে ‘স্টক টেকিং’ (কী আছে কী নেই সেই হিসাব) করা। করণীয় চিহ্নিত করা। কোন কাজটা প্রাথমিক মন্ত্রণালয়ের, কোনটা মাধ্যমিকের আর কোনটা উভয় মন্ত্রণালয় যৌথভাবে সম্পন্ন করবে সেই তালিকা করা। এরপর অ্যাকশন প্ল্যান (কর্মকৌশল) থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা। এছাড়া ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর কারিকুলাম পঞ্চম শ্রেণীর ধারায় নেয়া, বিদ্যমান আইন সংশোধন, স্কুল ম্যাপিং, নতুন শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

 

 

পছন্দের আরো পোস্ট