নোবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা
পদ্মা সেতুর নাম ‘দেশরত্ন শেখ হাসিনা সেতু’ নামকরণের দাবি জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বঙ্গবন্ধু পরিষদ’ আজ মঙ্গলবার (৩১ মে ২০১৬) বেলা ৩টায় হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, দেশরত্ন শেখ হাসিনা স্বদেশে ফিরে এসেছিলেন বলেই আমরা আজ মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদাশীল নতুন এক বাংলাদেশ পেয়েছি। তাই শেখ হাসিনা আজ নিজেই এক বাংলাদেশ। তাঁর যোগ্য রাজনৈতিক প্রজ্ঞা ও মেধায় দেশ এগিয়ে যাচ্ছে। তার একান্ত ইচ্ছায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। এ অঞ্চলের সর্বোপরি সারাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার হাজার হাজার মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশে নতুন এক বিপ্লবের জন্ম দিয়েছেন। দেশের অর্থনৈতিক খাতে মূল্যস্ফীতি কমিয়ে আনতে সক্ষম হয়েছেন যা এশিয়ার অন্যদেশগুলোর জন্য এক উদাহরণ স্বরুপ। জলবায়ু মোকাবেলায় তার প্রদত্ত মডেল আজ বিশ্ব স্বীকৃত। তাই তিনি আজ বিশ্ব নেতা, সেরা চিন্তক।
বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক ও ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব তারেক মো: রাশেদ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৭৫-এ জাতির পিতাকে স্বপরিবারে হত্যাকা-ের পর এক ক্রান্তিকাল অতিক্রম করেছিল স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। পরে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে শেখ হাসিনা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্রতী হন। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং শেখ হাসিনার নেতৃত্বে আজকে এক নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃত। বিশ্বব্যাংক সহ সকল দাতা সংস্থার ষড়যন্ত্রকে উপেক্ষা করে শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকায় বাংলাদেশ নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। এসময় বক্তারা এ সেতুর নাম দেশরত্ন শেখ হাসিনার নামে নামকরণের জোর দাবি জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন বলেন, ৭৫ পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টার্গেট করা হয়েছিল। ২০০৪ সালে তার ওপর গ্রেনেড় হামলা করা হয়, কিন্তু ২৪ তাজা প্রাণের বিনিময়ে তিনি বেঁচে যান। এভাবে জীবন বাজি রেখে তিনি দেশোন্নয়নের কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে অনেক মর্যাদাশীল অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের বাজেট আজ ৩ লাখ কোটি টাকার ওপরে আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতায় এটি সম্ভব হয়েছে।
বিশেষ অতিথির বক্তৃতায় প্রফেসর মো. মমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আজ সামাজিক ও অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। আর এটা সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গুড় গভর্নেন্সের বদৌলতে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তার সুযোগ্য প্রশাসনকি ও রাজনৈতিক দক্ষতায় দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমেরিকা সহ অন্যান্য দেশ আজ হাসিনা সরকার উৎখাতের অপতৎপরতায় লিপ্ত। ষড়যন্তকারি বিরোধী শক্তি প্রায়শই এদেশে ধর্মের আধ্যাত্মিক চেতনাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করে সরকারকে বিব্রত করে। এ থেকে আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ।#
আরএইচ