রেডিও পদ্মার সম্প্রচার পূণরায় শুরু শনিবার

radio-padma-logoকারিগরী মানোন্নয়ন এবং অত্যাধুনিক ট্রান্সমিটার ও সাউন্ড ইক্যুপমেন্ট স্থাপনের কাজ শেষে দেশের প্রথম কমিউনিটি বেতার “রেডিও পদ্মা ৯৯.২এফএম”এর নিয়মিত সম্প্রচার কার্যক্রম ২৮ মে শনিবার দুপুর ২টা থেকে আবারও শুরু হচ্ছে। শ্রোতারা এখন থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত ৯৯.২এফএম মিটার ব্যান্ডে এবং অনলাইনে www.radiopadma.fmএতে বিভিন্ন তথ্য ও বিনোদনমূলুক অনুষ্ঠান এবং সংবাদ শুনতে পাবেন।

 

সংশ্লিষ্টরা জানান, শ্রোতাদের বিশেষ অনুরোধক্রমে রেডিও পদ্মা’র কাভারেজ বাড়ানো ও সাউন্ড কোয়ালিটি আরও শ্রুতিমধূর করার জন্যই মূলত অত্যাধুনিক ট্রান্সমিটার এবং বিভিন্ন ধরণের সাউন্ড ইক্যুপমেন্ট স্থাপন করা হয়েছে। আপগ্রেডেশনের কাজ শেষ হওয়ার ফলে রেডিও পদ্মা’র কাভারেজ এলাকা এবং সাউন্ডের মান অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

 

রেডিও পদ্মা’র সম্প্রচার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় আন্তরিকভাবে দূঃখ প্রাকশ করেছেন এর চেয়ারর্পাসন অধ্যাপক মশিহুর রহমান এবং চীফ কো-অর্ডিনেটর জি এম মুরতুজা। #

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট