প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে করার দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে

primaryজাতীয় বেতন স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মূল বেতন স্কেল ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ। এই দাবিসহ মোট পাঁচ দফা দাবিতে আগামী ১১ জুলাই থেকে কয়েক দিনের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি ও কর্মসূচি ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ সরকার। তাদের বাকি দাবির মধ্যে রয়েছে প্রধান শিক্ষকদের বেতনসংক্রান্ত জটিলতা নিরসন, শিক্ষকদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা ইত্যাদি।

 

কর্মসূচির মধ্যে রয়েছে ১১ ও ১২ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কালো ব্যাচ ধারণ, ১৪ ও ১৫ জুলাই দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন, ১৮ জুলাই ঢাকায় মানববন্ধন করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নূরুজ্জামান আনসারী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।#

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে করার দাবি

আপডেট সময় : ১২:৪৯:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ মে ২০১৬

primaryজাতীয় বেতন স্কেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মূল বেতন স্কেল ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একাংশ। এই দাবিসহ মোট পাঁচ দফা দাবিতে আগামী ১১ জুলাই থেকে কয়েক দিনের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি ও কর্মসূচি ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ সরকার। তাদের বাকি দাবির মধ্যে রয়েছে প্রধান শিক্ষকদের বেতনসংক্রান্ত জটিলতা নিরসন, শিক্ষকদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা ইত্যাদি।

 

কর্মসূচির মধ্যে রয়েছে ১১ ও ১২ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কালো ব্যাচ ধারণ, ১৪ ও ১৫ জুলাই দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন, ১৮ জুলাই ঢাকায় মানববন্ধন করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান। এরপরও দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নূরুজ্জামান আনসারী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।#