ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

আইটিসির প্রধান নির্বাহীর সাক্ষাতে ডিআইইউ চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে

0d574b11-d1ca-4320-b41d-589e6d282df0

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান গত ২০ মে ২০১৬ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (আইটিসি’) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিস এরেঞ্চা গোঞ্জালেজ এর সাথে সাক্ষাৎ করেন।

 

 

 

সাক্ষাৎকালে সবুর খান আইটিসি’র সহায়তায় বাংলাদেশের রপ্তানী পণ্যের উন্নয়ন ও বাজার সম্প্রসারনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে তিনি আইটিসি’র এন্ট্রাপ্রেনিয়রশীপ কম্পিটিটিভনেস এর সিনিয়র উপদেষ্টা মিঃ গুলতেকিন ওজারতিনরদু, এন্ট্রাপ্রেনিয়রশীপ কম্পিটিটিভনেস এর প্রধান মিঃ মার্কোস ভায়েনা ও সিনিয়র ট্রেড ট্রেইনিং অফিসার মিস স্টেফেনিয়া ক্যাসাপ্পা’র সাথেও সাক্ষাৎ করেন।

 

 

 

 

সাক্ষাৎকালে আইটিসি’র কর্মকর্তাগণ এ অঞ্চলের রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং এ লক্ষ্য বাস্তবায়ণে আগামী সেপ্টেম্বর মাসে আইটিসি’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে আশা প্রকাশ করা হয়।

 

 

লেখাপড়া২৪/এমটি/১০৩

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইটিসির প্রধান নির্বাহীর সাক্ষাতে ডিআইইউ চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬

0d574b11-d1ca-4320-b41d-589e6d282df0

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান গত ২০ মে ২০১৬ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (আইটিসি’) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিস এরেঞ্চা গোঞ্জালেজ এর সাথে সাক্ষাৎ করেন।

 

 

 

সাক্ষাৎকালে সবুর খান আইটিসি’র সহায়তায় বাংলাদেশের রপ্তানী পণ্যের উন্নয়ন ও বাজার সম্প্রসারনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে তিনি আইটিসি’র এন্ট্রাপ্রেনিয়রশীপ কম্পিটিটিভনেস এর সিনিয়র উপদেষ্টা মিঃ গুলতেকিন ওজারতিনরদু, এন্ট্রাপ্রেনিয়রশীপ কম্পিটিটিভনেস এর প্রধান মিঃ মার্কোস ভায়েনা ও সিনিয়র ট্রেড ট্রেইনিং অফিসার মিস স্টেফেনিয়া ক্যাসাপ্পা’র সাথেও সাক্ষাৎ করেন।

 

 

 

 

সাক্ষাৎকালে আইটিসি’র কর্মকর্তাগণ এ অঞ্চলের রপ্তানী বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং এ লক্ষ্য বাস্তবায়ণে আগামী সেপ্টেম্বর মাসে আইটিসি’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে আশা প্রকাশ করা হয়।

 

 

লেখাপড়া২৪/এমটি/১০৩