প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কর্মসূচি স্থগিত

teacher-sm20160522194737বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ২৫ মে ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে সচিবালয়ে তাঁর কার্যালয়ে শিক্ষকদের এ সকল দাবি নিয়ে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে সমিতির নেতৃবৃন্দ এ স্থগিতের ঘোষণা দেন।

 

মন্ত্রী বলেন, ৫ দফা দাবির মধ্যে জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকদের দু’টি বিষয় ইতোমধ্যে মন্ত্রণালয় নিষ্পত্তি করেছে। মন্ত্রণালয় থেকে প্রধান শিক্ষকদের উন্নীত বেতন স্কেল নির্ধারণের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। তিনি যুক্তিসংগত বাকি দাবিসমূহ পূরণের আশ্বাস প্রদান করেন। প্রতিনিধিদলে ছিলেন সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সভাপতি মো. আব্দুল আউয়াল তালুকদার, নির্বাহী সভাপতি মো. ওয়েছ আহম্মদ চৌধুরী এবং মহাসম্পাদক মো. আমিনুল ইসলাম চৌধুরী।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট