ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

ইয়ুথ এগেইনেস্ট হাঙ্গারের দিনব্যপী অনুষ্ঠান আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে

13271450_1052735264797214_1712171411_oইয়ুথ এগেইনেস্ট হাঙ্গার একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এটির সদরদপ্তর জাপানে অবস্থিত। আজ ২০ মে সংগঠনটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সারাদিনব্যাপী Grooming Future YAH Leaders শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৯ম তলার বাংকট হলে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টায় ১৫ মিনিটি শেষ হবে। ইয়ুথ এগেইনেস্ট হাঙ্গারের প্রেসিডেন্ট আব্দুল্লাহ কাইয়ুম আল কাফি সহ সংগঠনটির কর্মকর্তারা আলোচনা করবেন।

 

অনুষ্ঠানটিতে ঢাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান- ঢাকা বিশ্ববিদ্যালয়, লেদার টেকনোলজি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২০০ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবে। আয়োজকদের ধারণা অনুষ্ঠানটি এসব অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়তা করবে।

 

উক্ত অনুষ্ঠানের মিডিয়া সহায়ক থাকছে শিক্ষাবিষয়ক দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘লেখাপড়া২৪.কম’ এবং দি প্রমিনেন্ট ডট কম।

 

আরএইচ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়ুথ এগেইনেস্ট হাঙ্গারের দিনব্যপী অনুষ্ঠান আজ

আপডেট সময় : ০৫:৫৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০১৬

13271450_1052735264797214_1712171411_oইয়ুথ এগেইনেস্ট হাঙ্গার একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এটির সদরদপ্তর জাপানে অবস্থিত। আজ ২০ মে সংগঠনটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে সারাদিনব্যাপী Grooming Future YAH Leaders শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৯ম তলার বাংকট হলে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টায় ১৫ মিনিটি শেষ হবে। ইয়ুথ এগেইনেস্ট হাঙ্গারের প্রেসিডেন্ট আব্দুল্লাহ কাইয়ুম আল কাফি সহ সংগঠনটির কর্মকর্তারা আলোচনা করবেন।

 

অনুষ্ঠানটিতে ঢাকার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান- ঢাকা বিশ্ববিদ্যালয়, লেদার টেকনোলজি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ২০০ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবে। আয়োজকদের ধারণা অনুষ্ঠানটি এসব অংশগ্রহণকারীদের যোগাযোগ দক্ষতা বাড়াতে সহায়তা করবে।

 

উক্ত অনুষ্ঠানের মিডিয়া সহায়ক থাকছে শিক্ষাবিষয়ক দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘লেখাপড়া২৪.কম’ এবং দি প্রমিনেন্ট ডট কম।

 

আরএইচ