সাতক্ষীরায় মাসিক সাহিত্যপাতার সম্মাননা অনুষ্ঠানে ডিসি
মাসিক সাহিত্যপাতার সম্মাননা ২০১৬ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের বাংলোস্থ কার্যালয়ে সাহিত্য সুহৃদ সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আবদুল সাদীকে এ সম্মাননা প্রদান ও সাহিত্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় মাসিক সাহিত্যপাতার সভাপতি সাকিবুরজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আবদুল সাদী।
এসময় জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, ‘সাহিত্য চর্চা মানুষের মনকে বিকশিত করে। মাসিক সাহিত্যপাতা একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা হিসেবে সাতক্ষীরার সাহিত্য ও সংস্কৃতিকে এগিতে নিতে পারবে। এ জেলার সাহিত্য অঙ্গণকে আলোকিত করতে কিছু সাহিত্য সংগঠন কাজ যাচ্ছে। এটাকে ধরে রাখতে হলে সাহিত্য সংগঠকদের পাঠকের পছন্দের বিষয়টি গুরুত্ব দিয়ে এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এসময় মাসিক সাহিত্যপাতার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাসিক সাহিত্যপাতার উপদেষ্টা অব: জনতা ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব শেখ আজিজুল হক, তৌহিদুর রহমান ডাবলু, ছুফীউল্ল্যা ফারুকী (আবু কাজী), কার্যকরি পরিষদের সদস্য মোঃ গোলাম মোস্তফা, সাজ্জাত হোসেন, বাসুদেব মন্ডল, আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাসিক সাহিত্যপাতার সম্পাদক মোঃ আব্দুর রহমান। এসময় মাসিক সাহিত্যপাতার সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মাসিক সাহিত্যপাতার ঈদ সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসিক সাহিত্যপাতার সম্পাদক মোঃ আব্দুর রহমান।#
আরএইচ