শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে খুবি শিক্ষকদের মানববন্ধন

Khulna University teachers photo
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে কানধরে ওঠ বস করায় তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কতৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আজ সকাল ১১টায় ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সরদার সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঢাকায় অবস্থানরত সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের বার্তা পড়ে শোনানো হয়। সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সঞ্চালনায় এ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. আশীষ কুমার দাস।

 

 

 

 

 

মানববন্ধনে বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানান। আরও বলা হয় যে, শিক্ষককে কান ধরে ওঠ বস করানো অত্যন্ত নিন্দনীয় কাজ। জাতি হিসেবে আমরা এ ঘটনায় লজ্জিত। শ্যামলকান্তি শিক্ষক হওয়ার চেয়েও বড় কথা তিনি অবশ্যই একজন মানুষ। আর যে কোনো মানুষের ওপর এই ধরনের বর্বরতা অবশ্যই নিন্দনীয় এবং তা অপরাধমূলককাজ।

পছন্দের আরো পোস্ট