ডুয়েটে ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি ১৩ জন প্রার্থী

- আপডেট সময় : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি. আর্ক.) প্রোগ্রামে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৬০০ আসনের বিপরীতে ৭ হাজার ৬৪৫ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অর্থাৎ একটি আসনের জন্য লড়ছেন ১৩ পরীক্ষার্থী।
প্রথম শিফটে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অুনষ্ঠিত হবে পুরকৌশল বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয়পত্রের পরীক্ষা। দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ও দ্বিতীয়পত্রের পরীক্ষা। পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানানো হয়েছে।#
আরএইচ