গণ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২৪ মে
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ১১ মে। এখন চলছে দীর্ঘ ১২ দিনের অবকাশ যা শেষ হবে ২৩ মে। ছুটি শেষে আগামী (২৪ মে) মঙ্গলবার থেকে যথাসময়ে প্রত্যেক বিভাগের ক্লাশ-পরীক্ষা শুরু হবে।
বুধবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম যথারীতি চলছে। এছাড়াও সকল বিভাগে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাশ চলছে। তবে কিছু কিছু বিভাগের ল্যাব,ভাইভা চলতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের আশে পাশের এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষার্থীরা বাড়িতে অবস্হান করছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এবার অনার্সের ১৬ টি বিভাগ ও মাস্টার্সের ৬ টি বিভাগের প্রায় ৩১০০ জন শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন।এছাড়া বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.gonouniversity.edu.bd) পাওয়া যাবে।