কুয়েটে সনাতন শিক্ষার্থীদে বিদায় ও নবীনবরণ

- আপডেট সময় : ০৯:১৭:২৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সনাতন ধর্মাবলম্বী ‘১১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও ‘১৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ১৭ মে রাতে বিশ্ববিদ্যালযের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (তওই) বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর পরিচালক প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক ও পুজা উদ্্যাপন পরিষদের সভাপতি ড. নরোত্তম কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতনী ছাত্র কল্যাণ পরিষদের সজীব কুমার সিংহ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভিন্ন বিভাগের ও বর্ষের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।#
আরএইচ