কুবিতে জমকালো আয়োজনে নৃবিজ্ঞান সপ্তাহ উদযাপিত

- আপডেট সময় : ০১:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের বাৎসরিক আয়োজন ‘নৃবিজ্ঞান সপ্তাহ-২০১৬’। প্রতি বছরের ন্যায় এ বছরও সপ্তাহ ব্যাপি নানা কার্যক্রমের মধ্য দিয়ে নৃবিজ্ঞান বিভাগের ‘এ্যনথ্রোপলজি সোসাইটি’র আয়োজনে উদযাপিত হয়েছে নৃবিজ্ঞান সপ্তাহ। গত বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের বৈশাখী বাগানে আড়ম্বরপূর্ণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সপ্তাহের সমাপ্তি ঘটে। এর আগে সমাপনী অনুষ্ঠানে বিভাগের ৭ম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ ও ১ম ব্যাচের বিদায় সংবর্ধণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ। এ্যনথ্রোপলজি সোসাইটির সাধারণ সম্পাদক এ কে এম সাইদুজ্জামান আসিফের উপস্থাপনায় এবং নৃবিজ্ঞান বিভাগের প্রধান এবং সোসাইটির সভাপতি আইনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আহসান উল্যাহ, রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার।
এ সময় সপ্তাহ ব্যাপি অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট, দাবা, বিতর্ক প্রতিযোগীতা, হাড়ি ভাঙ্গা, ক্যারামসহ বিভিন্ন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়। সংসদীয় বিতর্ক প্রতিযোগীতায় টানা তিন বছর চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ে বিভাগের ৩য় ব্যাচ। এ সময় পুরষ্কার বিতরনী পর্বেও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমিতির নেত্রীবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় রাত সাড়ে আটটায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, একক ও দলীয় নৃত্য, অভিনয়, কবিতা আবৃত্তি ইত্যাদি দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায় বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী কবি শফিউল্লাহর স্বরচিত কবিতা ‘চিরদিন চলব এ পথে’ টির দ্বৈত কন্ঠের আবৃত্তি। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক নৈশভোজে অংশ নেয় নৃবিজ্ঞান পরিবারের সদস্যরা।#
আরএইচ