ঢাবিতে ডিন্স এ্যাওয়ার্ড প্রদান বৃহস্পতিবার

- আপডেট সময় : ১২:৩৮:২২ অপরাহ্ণ, বুধবার, ১১ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২০১৪ ও ২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ মেধাবী শিক্ষার্থীকে এ বছর ডিন্স এ্যাওয়ার্ড প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ মে ২০১৬ বৃহস্পতিবার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই এ্যাওয়ার্ড প্রদান করবেন।
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।#
আরএইচ