ফিলিপাইন প্রতিনিধিদলের সাথে ঢাবি উপাচার্যের বৈঠক

- আপডেট সময় : ০৫:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০১৬ ০ বার পড়া হয়েছে
ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসের এটাচি লরেন এস আরচি এবং থার্ড সেক্রেটারি এল ইগনাচিও ডি গুজমান মঙ্গলবার (১০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেন।এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাস এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আগামী ২৭ ও ২৯ মে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘কয়ের’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক বিনিময় ও জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে তারা বাংলাদেশ এবং ফিলিপাইনের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফিলিপাইনের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। ##
লেখাপড়া২৪.কম/এমএইচ