খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২০ বছর পূর্তি

kuখুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের বিশ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার ৩০ এপ্রিল সকাল সাড়ে ৮ টায় পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

 

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সভাপতিত্ব করবেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ। এ উপলক্ষে সকাল ৯ টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি, ডিসিপ্লিনের কার্যক্রম উপস্থাপন, মূল প্রবন্ধের উপর মুক্ত আলোচনা, স্মৃতি রোমন্থন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হবে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট