জাবিতে ডিএসইর নবীন বরণ ও বিতর্ক কর্মশালা

IMG_8568জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) অর্থনীতি বিভাগের একমাত্র বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি অব ইকনোমিক্স (ডিসিই) এর আয়োজনে নবীন বরণ (স্নাতক সম্মান ১ম বর্ষ, ৪৫তম আবর্তনকে) ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যপী আয়োজনের প্রথমাংশে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বিতর্ক বিষয়ক কর্মশালা।

 

কর্মশালা পরিচালনা করেন ডিএসইর সাবেক সম্পাদক সাইয়্যেদ মুহাম্মদ তাইয়্যেব। পরবর্তিতে অনুষ্ঠিত হয় বারোয়ারি বিতর্ক। বারোয়ারি বিতর্কের বিষয় ছিল “এই বসন্তে নিয়েছি শপথ.. .. ..” । দ্বিতীয় অংশে ছিল পুরষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান। পুরষ্কার বিতরণীঅনুষ্ঠানে ডিএসইর সভাপতি মাকসুদুর রহমান আবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নূরুল হক।

 

IMG_8570প্রধান অতিথির ভাষণে অধ্যাপক নূরুল হক বলেন, “অর্থনীতি বিভাগ নানামূখী প্রতিভায় সম্মৃদ্ধ। বিতর্ক, সামাজিক কর্মকান্ডের সাথে সাথে শিক্ষার্থীদের পড়াশুনা ঠিক থাকা চাই।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আনিসুর রহমান (আনু মুহাম্মদ), অধ্যাপক ড. খন্দকার মুহাম্মদ আশরাফুল মুনিম, সহকারি অধ্যাপক নাহিদ সুলতানা, সহকারী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, প্রভাষক মো: আলাউদ্দিন প্রমুখ।

 

এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তৃতা রাখেন নবীন বরণের আহ্বায়ক রেদোয়ার হোসেন খান, জেইউডিও’র সাধারণ সম্পাদক শাহীন রেজা, ডিএসই’র সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ প্রমুখ।

 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ডিএসইর সাধারণ সম্পাদক মুশফিকউস সালেহীন।বারোয়ারি বিতর্কে বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন নাফিস ফেরদৌস সাকিব, ১ম রানার আপ সাবিহা সানজিদা, ২য় রানার আপ এ. কে. এম তোহা, ৩য় রানার আপ নাসির উদ্দিন হোজ্জা এবং ৪র্থ রানার আপ মৃত্তিকা সমদ্দার প্রমা।##

 

লেখাপড়া২৪.ক/এমএইচ

পছন্দের আরো পোস্ট