কুয়েটে আমেরিকা উচ্চ শিক্ষা বিষয়ক সভা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আমেরিকায় উচ্চ শিক্ষা বিষয়ক আবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।3564_kuet (২৯ মার্চ) মঙ্গলবার ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আমেরিকান দুতাবাস ঢাকার উদ্যোগে অবহিতকরণ সভায় আমেরিকায় উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। সভায় পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) মোঃ উসমান গণি নাঈমসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ পর্বের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। এসময় আমেরিকান দুতাবাস ঢাকা এর এডুকেশন ইউএসএ আউটরিচ কোঅর্ডিনেটর এ কিউ এম মুসফিক হাসান আমেরিকায় উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট