রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু

RU Campusআজ শনিবার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০১৫ শুরু হয়েছে। বেলা ১২টায় চারুকলা প্রাঙ্গণে ছয় দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

 

এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। চারুকলা অনুষদের সমন্বয়ক প্রফেসর মোস্তফা শরীফ আনোয়ারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক আমিরুল ইসলাম রানা।উদ্বোধনের পর অতিথিবৃন্দ প্রদর্শনীটি ঘুরে দেখেন।

 

প্রদর্শনীতে চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগের প্রায় ২ শত শিক্ষার্থীর ৪ শত শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে।

 

 

পছন্দের আরো পোস্ট