স্টামফোর্ডের সাথে থাইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চুক্তি
২১ মার্চ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে Stamford University Bangladesh এবং থাইল্যান্ডের Kasem Bundit University-এর মধ্যে Academic Collaboration চুক্তি স্বাক্ষিরিত হয়। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ ও Kasem Bundit University-এর ভাইস-প্রেসিডেন্ট ড. সুয়াট সুয়ানদে (Dr. Suwat Suwandee) নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ চুক্তি স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. কে. মউদুদ ইলাহী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং Kasem Bundit University-এর ডিরেক্টর ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স লিন্ডা সুয়ানদে (Linda Suwandee), ফ্যাকাল্টি মেম্বার মোহাম্মদ আরিফুল ইসলাম ও উক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কোঅর্ডিনেটর মোহাম্মদ সাইফুল ইসলাম।
১৯৮৭ সালে স্থাপিত কKasem Bundit University তে ৬৩ টি প্রোগ্রামে দেশ-বিদেশের ১২০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই চুক্তির মাধ্যমে স্টামফোর্ডের শিক্ষকগণ যৌথ গবেষণা ও প্রশিক্ষনে সুযোগ পাবেন এবং শিক্ষার্থীরা স্বল্প মেয়াদী কোর্স কিংবা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে থাইল্যান্ডের এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জনের সুযোগ পাবে।
লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ