সব স্কুল ফটকে নিরাপত্তা প্রহরী রাখার নির্দেশ
ঢাকা মহানগরসহ জেলা শহরের সব বিদ্যালয়ের ফটকে ইউনিফর্মধারী নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেতন-ফি বাড়ানো নিয়ে দেশের নানা স্থানে বিদ্যালয়গুলোর সামনে অভিভাবকদের বিক্ষোভের প্রেক্ষাপটে মঙ্গলবার এ নির্দেশনা দেয়া হয়। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মাদরাসা, কারিগরি ও ইংরেজি মাধ্যমের বিদ্যালয়েও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ক্লাস চলাকালে শিক্ষক-কর্মচারী ছাড়া অন্যদের অবস্থান নিয়ন্ত্রণের কথাও বলা হয়েছে।
মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে আরও বলা হয়েছে, বিভিন্ন সময় নানা কারণে সৃষ্ট নাজুক পরিস্থিতিতে স্পর্শকাতর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ছাত্র, শিক্ষক ও অভিভাবক মহলে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠাগুলোয় নিয়মিত পাঠদান বিঘি্নত হয়, শিক্ষাশৃঙ্খলা লঙ্ঘিত হয় এবং সম্পদ ও জীবন ঝুঁকির মধ্যে পড়ে। শিক্ষকদের নিয়ে সার্বিক নিরাপত্তাসংক্রান্ত ভিজিল্যান্স টিম গঠনেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।#
লেখাপড়া২৪.কম/আরএইচ