খুবির শিক্ষক সমিতির অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

- আপডেট সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ণ, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ ০ বার পড়া হয়েছে
আজ (১১ জানুয়ারি) সোমবার থেকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সকাল ১১টা থেকে বেলা ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
খুবির শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ সারওয়ার জাহান। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ ইসমত কাদির, প্রফেসর মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান, প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. সাবিহা হক, প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, প্রফেসর ড. শামীম মাহবুবুল হক, প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ প্রমুখ। কর্মসূচিতে সমিতির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএএ-০৬২০