রাবির মাদার বখশ হলে ককটেল

- আপডেট সময় : ০৭:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০১৬ ০ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হল থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ককটেল উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হলের ক্যান্টিনের সামনের মাঠ থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, মাদার বখ্শ হলের ক্যান্টিনের সামনের মাঠে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল কে বা কারা রেখে দেয়। পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হলের দায়িত্বরত প্রহরী ককটেলটি দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিয়ে তারা এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
মাদার বখশ হলের প্রধ্যাক্ষ অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘হলে ককটেল পাওয়ার বিষয়টি শুনেছি। এরপর তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানিয়েছি। পরে পুলিশ এসে সেটি নিয়ে গেছে।’ মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, পুলিশ গিয়ে ককটেলটি নিয়ে এসেছে। তবে কে বা কারা তা সেখানে রেখেছিল তা জানা যায়নি।
লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/এমএএ-০৬০৩