শাবিতে বন্ধু গাছকে মর্যাদা দিল জিইএস

DSC_0441_2গাছ আমদের সবুজ বন্ধু। প্রকৃতির সাথে বন্ধুত্বের শুরু গাছ চেনা থেকে।বন্ধুকে মর্যাদা দিতে আর মানুষের সাথে গাছের পরিচয় করিয়ে দিতে উদ্যোগ নিল শাবিপ্রবির তারুণ্যে ঘেরা একমাত্র পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি। শাবিপ্রবি ক্যাম্পাসে যেসব প্রজাতির উদ্ভিদ রয়েছে তাদের নামফলক সংযুক্তির মাধ্যমে গাছের পরিচয় মানুষের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল এই সংগঠন।

 

IMG_7551_2২৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে পুরো সপ্তাহজুড়ে চলে বৃহস্পতিবার (৭জানুয়ারি) সমাপ্তি ঘটে এই কার্যক্রমের। ২৭ ডিসেম্বর সকাল ১০টায় ক্যাম্পাসের শিক্ষা ভবন- ‘ডি’ এর সামনে একটি গাছে নাম ফলক লাগানোর মাধ্যমে উদ্বোধন হয় এই নামফলক সংযুক্তি কার্যক্রম। সকাল ১০টা থেকে শুরুকরে পুরো দিনই চলে এই সপ্তাহব্যাপী আয়োজন।

 

এতে সংগঠনটির উপদেষ্ঠাদের মধ্যে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ কায়সার এবং স্থাপত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক সাহা। অন্যান্য শিক্ষকদের মধ্যে ছিলেন সংগঠনটির আজীবন সদস্য, বন ও পরিবেশ বিভাগের প্রভাষক সৌরভ দাস। #

 

 

লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/আরএইচ

পছন্দের আরো পোস্ট