শীতার্তদের মাঝে কুবিতে শীত বস্ত্র বিতরণ

cou pic 2বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুমিল­া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে এ কর্মসূচি পালিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডুগোপী দাস, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম সারওয়ার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কাজী কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি দুলাল চন্দ্র নন্দী, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন, ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) রূপম দেবনাথসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী।

 

লেখাপড়া২৪.কম/কুবি/রাসেল/এমএএ-০৫৭১

পছন্দের আরো পোস্ট