কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ০৬:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০১৬ ০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে শাখা ছাত্রলীগ। এরপর ক্যাম্পাসে বর্ণাঢ্য এক র্যালি করে নেতা কর্মীরা। তারপর কেক কাটা ও মিষ্টি বিতরণ করার মধ্য দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কাজী কামাল উদ্দিন, সাবেক সভাপতি দুলাল চন্দ্র নন্দী, সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, সাবেক ক্রীড়া সম্পাদক মোহাঃ হাবিবুর রহমান, শাখা ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন, সভাপতি (ভারপ্রাপ্ত) রূপম দেবনাথ, সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীসহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
লেখাপড়া২৪.কম/কুবি/মাহমুদ/এমএএ-০৫৫৬