সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুলে পাঠ্যপুস্তক উৎসব

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬ ০ বার পড়া হয়েছে

আজ সকাল ১০টায় ইউনিভার্সিটি স্কুলে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন ভিসি আমিনুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা , স্কুলের প্রধান শিক্ষক জনাব শ্রী জিতেন্দ্র চন্দ্র ভট্টাচার্য , শাবি সহকারী প্রক্টর মো. সামিউল ইসলামসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
উদ্বোধন কালে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর মেধার পরিচয় এবং মেধা গড়ে উঠে প্রাথমিক থেকেই । দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই বই পাচ্ছে এর থেকে উৎকৃষ্ট কিছু আর হতে পারে না।
তিনি আরো বলেন, বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে , যার ফলে শিক্ষার্থীদের এখন আর বই নিয়ে চিন্তা করতে হয় না। এজন্য তিনি মাননীয় প্রধান মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন । পরে তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
উল্লেখ্য, এবছর শাহজালাল বিশ্ববিদ্যালয় স্কুল থেকে জেএসসিতে ৫২ জন পরীক্ষা দেয় যার মধ্যে ৫১ জন উত্তীর্ন হয় । জিপিএ ফাইভের সংখ্যা ১৫ টি । পিএসসিতে ৩৯ জন পরীক্ষা দিয়ে শততাগ উত্তীর্ণ হয় এবং জিপিএ ফাইভ পায় ৭ জন।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/তালহা-১১৯৫