
পিএসসিতে ১ম শ্রেণির ননক্যাডার পদে নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন ১ম শ্রেণির ননক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। ২৮ ডিসেম্বর থেকে পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনে শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাধারণ আবেদনকারী যাদের বয়স ১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ৩০ বছর হয়েছে তারা আবেদন করতে পারবেন।
তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে যাদের ৩০ নভেম্বর ১৯৮৩ সালের পরে জন্ম তারা আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য পিএসসি ওয়েবসাইটে www.bpsc.gov.bd জানা যাবে।#
লেখাপড়া২৪.কম/আরএইচ-৫১৭৫