নোবিপ্রবির ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষা সম্পন্ন

- আপডেট সময় : ১০:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫ ০ বার পড়া হয়েছে
নোবিপ্রবি প্রনিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।‘সি’ গ্রুপের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল ১০.৩০-১১.৩০টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সোনাপুর ডিগ্রি কলেজ এবং নোয়াখালী সরকারী মহিলা কলেজ কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো প্রায় পঁচাত্তর শতাংশ। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩.০০-৪.০০ টায় একই কেন্দ্রসমূহে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ১০.৩০-১২.০০ টায় ক্যাম্পাস সহ মোট ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় । ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩.০০-৪.৩০ টায় অনুষ্ঠিত হয়। ‘এ’ ‘বি’ ‘ড’ ইউনিটে প্রায় আশি শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবকদের পদচারনায় ক্যাম্পাস ছিলো মুখরিত। যথাশীঘ্র সম্ভব ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে মানসম্পন্নভাবে ও যত্নসহকারে এ কর্মযজ্ঞ সম্পন্ন করা সম্ভব হয়েছে। উপাচার্যের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ শিক্ষাবর্ষে মোট ১৪টি বিভাগের ৮৬০টি আসনের বিপরীতে মোট ৩২৫৯৩ জন প্রার্থী আবেদন করে। আসনপ্রতি ৩৮জন প্রার্থী ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়েছে। ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রযুক্তির সর্বাধুনিক পদ্ধতি মোবাইল এসএমএস (টেলিটক) এর মাধ্যমে এবং ফলাফল প্রস্তুত করা হবে অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) মেশিনের মাধ্যমে।#
লেখাপড়া২৪.কম/নোবিপ্রবি/আরএইচ-৫০৬১