শেকৃবিতে অভিনব বিজয় দিবস উদযাপন

12376040_795972570524810_7539286011102066417_n১৬ ডিসেম্বরের প্রথম প্রহরেই সমবেত কণ্ঠে সেই জাতীয় সংগীত গেয়ে বিজয় দিবসের সূচনা করেছেন শেকৃবির ছাত্ররা। বিজয়ের ৪৫ তম বার্ষিকীতে প্রশাসনিক ভবনের সামনে মোমবাতি দিয়ে ৪৫ লিখে তার পাশে পতাকা হাতে দাড়িয়ে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে ওঠেন মাহিন, সুদীপ্ত মণ্ডল, মাহমুদুল হাসান সোহাগ, অভি, মুহিত, সুলতান মাহমুদ, তুশি ও নাদিমসহ আরও অনেকে।

 

সুদীপ্ত মণ্ডল তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের এ ৪৫ তম বার্ষিকীতে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা সমেত সমবেত জাতীয় সংগীত গাওয়া ও বীর শহীদদের স্মরণের মাধ্যমে গভীর শ্রদ্ধাভরে রাত ১২ টা ১ মিনিটে দিবসটির সূচনা করলাম’।

 

কয়েকজনের উদ্যোগে এ উদযাপনে আগে থেকে না জানায় অংশ নিতে পারেননি অনেকে। ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড করার পর এমন একটি উদযাপনে অংশ নিতে না পারায় আফসোস করেছেন তারা।
একটি সুখী, সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা হয়ে উঠুক আমাদের এই বাংলাদেশ, এটাই বিজয় দিবসের প্রত্যাশা।#

 

 

লেখাপড়া২৪.কম/শেকৃবি/জাবের/আরএইচ-৫০১৭

পছন্দের আরো পোস্ট