স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্সের শীতবস্ত্র বিতরণ

IMG_5205শুক্রবার (১১ ডিসেম্বর, ২০১৫) স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স ঢাকা শহরের দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। এসময় স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স-এর প্রতিষ্ঠাতা ও চীফ কো-অর্ডিনেটর ফারাহনাজ ফিরোজ বলেন, ‘গত ৪ বছর আগে স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্স যাত্রা শুরু করে। তারা তাদের প্রথম কার্যক্রম হিসেবে শীতবস্ত্র বিতরণ করে।

 

IMG_4724প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও তারা এই শীতবস্ত্র বিতরণ করে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

 

স্টামফোর্ড ইউনিভার্সিটি ভলান্টিয়ার্সকে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। এছাড়া স্পন্সর করে Consilliary Barristers Advocates & Consultants এবং পাঞ্জেরী পাবলিকেশনস।#

 

 

লেখাপড়া২৪.কম/স্টামফোর্ড/পিআর/আরএইচ-৪৯৩১

পছন্দের আরো পোস্ট