কুয়েট অভ্যন্তরে নবনির্মিত নতুন সড়কের উদ্বোধন

Road inauguration_Main Gate-Schoolআজ (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেইন গেট থেকে উন্মেষ প্রাইমারী স্কুল পর্যন্ত সড়ক এর নির্মাণ কাজ শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচনের মাধ্যমে সড়কের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এসময় তিঁনি খুলনা-৩ এর সম্মনিত সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সংশি­ষ্ট সকলকে ধন্যবাদ জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খুলনা এর উপ-পরিচালক নজরুল ইসলাম খোকন প্রমূখ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ স্কুল সমূহের শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খুলনা কার্যালয় ‘কুয়েট মেইন গেট-উন্মেষ প্রাইমারী স্কুল সড়ক’টি নির্মাণ করে।

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ-০৩০০

পছন্দের আরো পোস্ট