
শুক্রবার শুরু হচ্ছে কুবির ভর্তি পরীক্ষা
এ এবং বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষা গ্রহনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ভর্তি পরীক্ষা কমিটি। পরদিন শনিবার অনুষ্ঠিত হবে সি ইউনিটের পরীক্ষা। সূত্র জানায়, খুব দ্রুত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।
এ বছর ছয়টি অনুষদভূক্ত ১৯টি বিভাগে মোট ১০১০জন শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রতি আসনের বিপরিতে পরীক্ষায় অংশ গ্রহণ করছেন ৪৪জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত— যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.cou.ac.bd) পাওয়া যাবে।
লেখাপড়া২৪.কম/কুবি/পিআর/এমএএ-০২৯৫