বশেমুরবিপ্রবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

- আপডেট সময় : ০৭:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫ ০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন । দুপুর ১২ টায় ও বিকাল ৩ টায় এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয় । এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষায় কোন প্রকার অনিয়ম ও অভিযোগের তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি ।
এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শেখ হাসিনা স্কুল এন্ড কলেজে এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । যথা সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং প্রায় শতভাগ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন । ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ খোন্দকার মোঃ নাসিরউদ্দিন ।
পুরো পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয় । বিপুল সংখ্যক পুলিশ, বিএনসিসি, ও স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্ব পালন করছে ।
লেখাপড়া২৪.কম/বশেমুরবিপ্রবি/তন্ময়/এমএএ-০২৯১