সংবাদ শিরোনাম ::
শাবিতে জিডিএন এর সেমিনার শুক্রবার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৫:১৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ ০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন শেষ করে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানীতে চাকরিতে সফল ৪ জন তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নানান দিক তুলে ধরবেন।তাঁরা হলেন, জিআইটির ট্যাকনিকেল অ্যাডভাইজার ফারুক আহমেদ টিটু, বিকেএমইএ’র এসইআইপি প্রোজেক্টের চীফ কো অরডিনেটর রূপালী বিশ্বাস লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পারচেজ অ্যান্ড ওয়্যারহাউস ম্যানেজার মির্জা তারেক আহমেদ বেগ এবং হাতিল এর ইন্টেরিয়র অ্যান্ড প্রজেক্ট বিভাগের প্রধান খালিদ বিন ওয়ালিদ।
জিডিএন’র আহ্বায়ক মাইনুল সুমন বলেন, কোন ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই এ সেমিনারে অংশ নিতে পারবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০২৪৫