ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

Photographer-Md.Jakir Hossain DU(1)ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. অন্নদা চরণ ভগবতীর নেতৃত্বে ৬-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ (২৬ নভেম্বর) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন – ড. ভগবতীর স্ত্রী পূর্ণিমা ভগবতী, মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. অলকা শর্মা, একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. আবু নাসের সাঈদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী কচি শ্রীকান্ত এবং আইনজীবী মিনাক্ষ্ণী রুশি।

 

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্য প্রকাশ করেন।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০২৪৪

পছন্দের আরো পোস্ট