নজরুল বিশ্ববিদ্যালয়ে ভুয়া ভর্তি পরীক্ষার্থী আটক

2015_11_25_12_51_40_rZqDKYNzUzY6GqElisBmpJAD04GZgi_originalজাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

 

বুধবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় (১১টাথেকে১২টা) প্রক্সি দেওয়ার অভিযোগে মোঃ জামান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কক্ষ হতে আটক করা হয়।

 

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মিডিয়া কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুননবী জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপার্দ করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।#

 

 

লেখাপড়া২৪.কম/নবি/ওয়াহিদ/আরএইচ-৪৭০৬

 

লেখালেখাপড়া

 

 

পছন্দের আরো পোস্ট