আশা ইউনিভার্সিটিতে ফার্মা প্রতিযোগিতা

DSC00907গত ১৮ ও ২২ নভেম্বর আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি)এর ফার্মেসী বিভাগ শিক্ষার্থীদের জন্য ফার্মা প্রতিযোগিতা-২০১৫ আয়োজন করে। কুইজ ও ডিবেট প্রতিযোগিতা, পোষ্টার প্রদর্শনী এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন-এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের অয়োজন করা হয়।

 

আশাইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কহিনুর বেগম, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান, বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/আশা/পিআর/স্বশা-৪৪৫৮

পছন্দের আরো পোস্ট