শেকৃবিতে সমাবর্তন মহড়া, মূল অনুষ্ঠান বিকেলে

12249852_910488552320651_5149417800443362370_nরাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের(শেকৃবি) ১ম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। সমাবর্তন উপলক্ষে এই প্রথম কোন রাষ্ট্রপতি আসবেন শেকৃবিতে। তাই রাজকীয়ভাবেই রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে প্রস্ততি নিয়েছে শেকৃবি। সমার্তন উপলক্ষে ক্যাম্পাসে সেজেছে রাজকীয় সাজে। বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকালে চলছে সমাবর্তন মহড়া। মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টায়।

 

শনিবার থেকেই বিতরণ করা হচ্ছে গাউন, হ্যাটসহ সমাবর্তনের বিভিন্ন সরঞ্জামাদি। গাউন পরেই চলছে ফটোসেশন। বিশ্ববিদ্যাবিদ্যালয়ের পক্ষ থেকেও সমাবর্তন সফল ও সুন্দর করার জন্য চলছে একাধিক মহড়া অনুষ্ঠান। রাষ্ট্রপতিকে গ্রহন করার জন্য থাকবে শেকৃবির শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

 

12249585_954642541249032_8898899584327891791_nসমাবর্তনে অংশ নিতে ইতোমধ্যে দূরদুরান্ত থেকে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে পৌঁছেছেন। আবার কেহ আসছেন ।নতুন পুরাতনের মিলনে তৈরি হচ্ছে এক ভিন্ন রকমের পরিবেশ। ক্যামেরার ক্লিক ক্লিক.. শব্দের মাঝে শিক্ষার্থীদের চিৎকার চেচামেচিতে মেতে আছে পুরো ক্যাম্পাস।

 

১ম সমাবর্তনে অংশ গ্রহনকারী শিক্ষার্থী কেএম আহসান হায়দার জানান, দীর্ঘ প্রতিক্ষিত সমাবর্তন আমাদের সন্নিকটে। দীর্ঘদিন দূরে থাকা বন্ধুরা আমাদের সাথে,আমার প্রিয় অনেক বড় ভাইদের সান্নিধ্যে রয়েছি আমরা। এরচেয়ে আনন্দের আর কি হতে পারে। তাছাড়া এমন সমাবর্তন তো আর পাবো না তাই মজাটা এখান থেকেই লুফে নিতে চাই।

 

সমাবর্তন নিয়ে চলছে বিভিন্ন ব্যাচের বৈচিত্র্যময় প্রস্তুতি।সবাই যেন প্রতিযোগিতায় নেমেছে। কোন ব্যাচের আয়োজন স্বতন্ত্র, কোন ব্যাচের আযোজন বেশি বৈচিত্র্যময়, কোন ব্যাচের আয়োজন সবার চেয়ে আকর্ষনীয় হয়, চলছে এমন হিসেবও।

 

 

সমাবর্তন অনুষ্ঠানটি বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনের সামনের মাঠে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রস্ততির পাশাপাশি রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরত্ব সহকারে দেখা হচ্ছে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী(এসএসএফ)।

 

 

লেখাপড়া২৪.কম/শেকৃবি/সাপা/আরএইচ-৪৫৯৩

পছন্দের আরো পোস্ট