ডিআইইউতে এস্ট্রোনমি অলিম্পিয়াড শুরু

Mr. Md. Sabur Khan, Chairman, Daffodil International University addressing as the chief guest at the inaugural ceremony of XI Asia-Pacific Astronomy Olympiadঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শনিবার (১৪নভেম্বর) থেকে শুরু হয়েছে একাদশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এস্ট্রোনমি অলিম্পিয়াড। বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং রাশিয়ান ফেডারেশনের বাংলাদেশ দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ এস্ট্রোনমি অলিম্পিয়াড ২২ নভেম্বর পর্যন্ত চলবে।

 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান প্রধান অতিথি হিসেবে এ এস্ট্রোনমি অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল এস্ট্রোনমি অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. এম জি গেবরিলোভ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক জনাব স্বপন কুমার রায়, রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেেেক্রটারি মিঃ আন্দ্রে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, ঢাকাস্থ রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মিঃ আলেকজান্ডার পি ডেমিন ও বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান মাশহুরুল আমিন। এ অলিম্পিয়াডের সহযোগী হিসেবে রয়েছে গাইড ট্যুর লিমিটেড।

 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সবুর খান বলেন, ৪৬ বছর আগে মানুষ চাঁদে অবতরন করলেও এর অনেক কিছুই এখনো আমাদের অজানা। মহাকাশের রহস্য উদঘাটনে এ ধরনের অলিম্পিয়াডের আয়োজন খুবই গুরুত্বপূর্ন এবং এ ধরনের আয়োজনে সম্পৃক্ত হতে পেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গৌরবান্বিত এবং আগামীতে এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা ও গবেষণামূলক কর্মকান্ডে বিশ^বিদ্যালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি ঘোষনা দেন।

 

এ অলিম্পিয়াডে রাশিয়া, কাজাকিস্তান, শ্রীলন্কা ও বাংলাদেশের মোট আটটি দল এ অলিম্পিয়াডে অংশগ্রহণ করছে। #

 

 

লেখাপড়া২৪.কম/পিআর/আরএইচ-৪৫৭৮

পছন্দের আরো পোস্ট