সংবাদ শিরোনাম ::
জাবিতে স্বেচ্ছায় রক্তদান ও রোগ নির্ণয় কর্মসূচি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫ ০ বার পড়া হয়েছে
আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রোগ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচী উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার।
অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়। এরপর বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/তালহা-১১৮৯