দুই যুগেও এমপিও ভূক্ত হয়নি পরাণ উচ্চ বিদ্যালয়

Shodor-Paran-UBদুই যুগ পার হয়ে গেলেও আজও এমপিও ভূক্ত হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরাণ আদর্শ উচ্চ বিদ্যালয়। বিদ্যায়টি এমপিও ভূক্ত না হওয়ায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।

সরকার গ্রামাঞ্চলে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর হওয়ায় সুন্দরগঞ্জের শিক্ষা অনুরাগী সাধারণ মানুষ ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে বিদ্যালয়টি সরকারিভাবে মঞ্জুরীপ্রাপ্ত হয়। বিদ্যালয় কর্মরত ১১ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন।

প্রধান শিক্ষক শাহজাহান মিয়া জানান, প্রতি বছর পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে পাস করে আসছে। বর্তমানে ২৩০ জন শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠানটি ২০০২-০৩ অর্থবছরে এমপিও ভূক্তির চেষ্টা করা হলেও সে চেষ্টা ব্যর্থ হয়।

এখন পর্যন্ত বিদ্যালয়টি এমপিও ভূক্ত না হওয়ায় ১১ জন শিক্ষক-কর্মচারী স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া বেতন ভাতা পাওয়ার আগেই অনেকে চাকরি থেকে অবসরে যেতে বসেছেন বলেও জানান তিনি।

EH

পছন্দের আরো পোস্ট