ইবির প্রশাসনিক কার্যক্রম শুরু মঙ্গলবার, হল খুলবে বুধবার

IUপবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ১১ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে গত ২৩ জুলাই থেকে প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ১১ দিনের ছুটি শুরু হয়। মঙ্গলবার প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শেষ হচ্ছে।

এদিকে মঙ্গলবার থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও পরদিন বুধবার সকাল ১০টার মধ্যে আবাসিক হল সমূহ খুলে দেয়া হবে বলে জানা গেছে। এছাড়া একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।#

 

RH

পছন্দের আরো পোস্ট