ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ইচ্ছামতো চলছে
ইংরেজি মাধ্যম স্কুলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্বেও কোনো ব্যবস্থা না নেওয়া ও পৃথক নীতিমালা না থাকায় স্কুল কর্তৃপক্ষ অনেকটা ইচ্বেছামতো ও পরোয়াভাবে চলছে। শিক্ষা মন্ত্রণালয়ে ইংরেজি মাধ্যম স্কুল নিয়ন্ত্রণের জন্য নামকাওয়াস্তে একটি শাখা থাকলেও বাস্তবে এর কোনো তৎপরতা দেখা যায় না। নানা কৌশলে বছর বছর বেতন ও ফি বাড়ানো যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে স্কুলগুলোতে। অতিরিক্ত ফির চাপে চিঁড়েচ্যাপ্টা দশা অভিভাবকদের। তাঁদের মতামতের কোনো মূল্যই দেয় না স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে স্কুলগুলো। যে অভিভাবকরা প্রতিবাদ করছেন তাঁদের সন্তানদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে কিছু স্কুল কর্তৃপক্ষ।


