আইফোন জাতীয় নিরাপত্তার হুমকি

i-Phone
আইফোনকে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে ব্যাখা করেছে চীন সরকার।

চীন সরকার পরিচালিত সিসিটিভি দাবি করেছে, আইফোনে ‘ফ্রিকুয়েন্ট লোকেশনস’ প্রযুক্তি থাকার ফলে ‘ব্যবহারকারী কোথায় থাকে, কখন থাকে’ এসব তথ্য সংরক্ষিত থাকে। এক্ষেত্রে ব্যক্তির এসব ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্যাদি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আইফোন কর্তৃপক্ষের নিকট থেকে। মূলত এ কারণেই আইফোনকে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে চীনা কর্তৃপক্ষ।

তবে আইফোন উৎপাদক প্রতিষ্ঠান অ্যাপল বলেছে, “আইফোনের ‘ফ্রিকুয়েন্ট লোকেশনস’ প্রযুক্তি ব্যবহারকারীর তথ্য সংরক্ষিত রাখে, একথা ঠিক। কিন্তু এসব তথ্য ব্যক্তির সম্মতি ছাড়া প্রকাশ করা হয় না।”

এর আগেও অ্যাপলের বিরুদ্ধে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ‘এনএসএ’ কে তথ্য দেয়ার অভিযোগ এনেছিল চীন সরকার।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট