সংবাদ শিরোনাম ::
শিক্ষিকাকে ইভ টিজিংয়ের দায়ে শাবিপ্রবিতে ছাত্রলীগ কর্মী বহিষ্কৃত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ণ, শনিবার, ১২ জুলাই ২০১৪ ০ বার পড়া হয়েছে
শিক্ষিকাকে ইভ টিজিং করায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের এক কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই অভিযোগে আরেক ছাত্রলীগ কর্মী শফিকুল ইসলাম শফিককে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া, শফিকের ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে সকল কোর্স শেষ হয়ে যাওয়ায় তাকে ক্যাম্পাসে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে।
চলতি বছরের মে মাসে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ করেন ওই দুই ছাত্রলীগ কর্মী।
ঘটনাটি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় দুই শিক্ষার্থীকে সাজা দেওয়া হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য।
সঃ সুউ ফয়সাল