যুক্তরাষ্ট্রে জুনিয়র পুলিশ একাডেমিতে প্রথম বাংলাদেশী শিক্ষার্থী

Adriযুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো চালু হল ‘জুনিয়র পুলিশ একাডেমি’। আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত ১০ থেকে ১২ বছর বয়সী মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই ‌’জুনিয়র পুলিশ একাডেমি’র যাত্রা শুরু।

‘জুনিয়র পুলিশ একাডেমি’তে প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে একমাএ ও প্রথম বাংলাদেশী হিসাবে প্রশিক্ষণের সুযোগ লাভ করেছে আটলান্টিক সিটির টেক্সাস এভিনিউ স্কুলের পঞ্চম গ্রেডের কৃতি ছাত্র অদ্রি চৌধুরি।

সে বাবা-মার সঙ্গে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে আসে। আটলান্টিক সিটিতে বসবাসরত লেখক সুব্রত চৌধুরি ও লাকী চৌধুরির কনিষ্ঠ পুত্র অদ্রি চৌধুরি সবার দোয়া প্রার্থী। প্রথম ও একমাএ বাংলাদেশী শিক্ষার্থী হিসাবে “জুনিয়র পুলিশ একাডেমি”তে অদ্রি চৌধুরির অংশগ্রহন কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট