৩৩তম বিসিএসে নিয়োগ পেলেন ৮১০৫ জন

- আপডেট সময় : ০৩:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০১৪ ০ বার পড়া হয়েছে
৩৩তম বিসিএসে নিয়োগ পেলেন ৮১০৫ জন অবশেষে ৩৩তম বিসিএসের আট হাজার ১০৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুই হাজার ৭২ জনকে সিভিল সার্ভিসের সাধারণ ক্যাডারে ও ছয় হাজার ৩৩ জনকে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ দিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের সাড়ে ৬ মাসেরও বেশি সময় পর এ নিয়োগ দেয়া হলো।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
গত বছরের ২১ নভেম্বর আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।
নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ আগস্টের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।
নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।
স: ইএইচ