শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

1404731905শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বরিশালে মানববন্ধন বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা নেয়া বিষয়ক শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে তারা এ মানববন্ধন করে।

‘বরিশালের সচেতন শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। শিক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্র ফাঁসের দায়ভার সাধারণ শিক্ষার্থীরা নেবে না।

এ সময় প্রশ্নপত্র ফাঁসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেয় মনিষা চক্রবর্তী, আলী জোহেব, আতিক মাহমুদ, শোভন, আরাফাত ইসলাম দিদার, মিহিরান জাবির ও অন্যরা।

স: ইএইচ

পছন্দের আরো পোস্ট